মাটিরাঙ্গায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:৪৪ পিএম
মাটিরাঙ্গায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বুধবার বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- স্থানীয় সরকারের জেলা উপপরিচালক নাজমুন আরা সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক, উপজেলা কৃষি অফিসার সবুজ আলী, মাটিরাঙ্গা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খাঁন, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও পর্যটনের সম্ভাবনা তুলে ধরে উন্মুক্ত বক্তব্য দেন জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তর প্রধানরা।

প্রধান অতিথির বক্তব্যে নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার উপজেলার উন্নয়ন সম্ভাবনা, পর্যটনশিল্প, উপজেলার স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, যাতায়াত, অবৈধ দখল ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, মাটিরাঙ্গায় রাতের বেলায় কোন ধরনের পাহাড় কাটা যাবে না এস্কেভেটার দিয়ে।

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলমকে নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

ইএইচ