নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ এবং বালিকাদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন বালক ও ২০০ জন বালিকার অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকের ক্ষতিকর দিক ও এর থেকে পরিত্রাণের উপায়ে এবং বাল্য বিবাহের ক্ষতিকর দিক ও প্রতিরোধের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
আন্তরিক পরিবেশে উপস্থিত শিক্ষার্থীদের সাথে বাল্যবিবাহ ও মাদক নিয়ে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার।
তিনি তার বক্তব্যে বিয়ের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বয়স, বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। বাল্যবিবাহ প্রতিরোধে জরুরি সেবা পেতে হট লাইন নম্বর ১০৯, ৩৩৩, ও ৯৯৯ এর ব্যবহার নিয়ে আলোচনা করেন। নিজেদের বাল্য বিবাহ থেকে রক্ষা করার উপায়সমূহ নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি মেয়েদের জীবনে পড়াশোনা শেষ করে নিজের আত্মপরিচয় তৈরি করে বিয়ে করার উপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি তিনি মাদকের ক্ষতিকর দিকসমূহ এবং মাদক থেকে নিজেকে নিরাপদ রাখার উপায় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন একজন মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা। তাই নিজেদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে তবেই ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে উঠা সম্ভব।
উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিআর বিলকিসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশিদুল ইসলাম, নাসরিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন সুলতানাসহ অনেকে।
ইএইচ