অভয়নগরে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৬:৪৩ পিএম
অভয়নগরে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

অভয়নগরে চলিশিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নে কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী।

এ সময় উপস্থিত ছিলেন, চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর এ জালাল, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরফদার, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মুজিবর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবলু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন মোল্যা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন সরদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিটন গাজী, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা তরফদার নাজির উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তরফদার বাশির উদ্দিন, যুবদল নেতা আনোয়ার হোসেন, আবু মুসা, তসলিম উদ্দিন, রকি হোসেন, সাকিব ফকির, ছাত্রনেতা ফাহাদ ফারাজী, ইসা শেখসহ অন্যান্যরা।

ইএইচ