বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর জিলা স্কুল মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করে বরিশাল মহানগর ছাত্রশিবির।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দরা।
র্যালিতে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ অন্যান্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার ১৭ বছর ছাত্রশিবিরের নেতৃবৃন্দের উপর জুলুম নির্যাতন করেছে। আগামী দিনে দেশে ছাত্রশিবির সকল দুর্নীতি, অনিয়ম রুখে দেবে।
ইএইচ