ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর-আগুন

ভোলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০২:৪৮ পিএম
ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর-আগুন

সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সাবেক এমপি তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডস্থ প্রিয় কুটির নামের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা তার বাসার সামনে হ্যান্ডমাইকে জয় বাংলার গান বাজিয়ে নাচতে থাকে।

এ ঘটনায় তাৎক্ষণিক ফায়ার সার্ভিস বা পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত পৌনে ১টার দিকে প্রায় দুই থেকে তিন শতাধিক বিক্ষুব্ধ জনতা তোফায়েল আহমেদের বাসায় ভাঙচুর চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসার ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে সড়কে এনে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বাসায় দোতলা ও নিচতলায় আগুন দেয় তারা।

পরে তাদের মধ্য থেকে একটি দল সড়কে হ্যান্ডমাইকে জয়বাংলার গান বাজিয়ে নাচতে থাকে ও গানের তালে তালে জয়বাংলা স্লোগান দিতে থাকে।

এদিকে সকাললে তোফায়েল আহমেদের বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরো বাড়িটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন দিয়ে পুরো বাড়িটি ভস্ম করে দেয়া হয়েছে। যেখানে তাকানো হয়েছে দেখা গেছে পুড়ে যাওয়া আসবাবপত্রের ধ্বংসযজ্ঞ। বাড়িটির দেয়ালে দেয়ালে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন দেখা গেছে। এছাড়া বাড়িটির মূল্যবান আসবাবপত্র যা ছিল তা রাত থেকে ভোর এবং ভোর থেকে দুপুর পর্যন্ত যে যেভাবে পেরেছে নিয়ে গেছে। কোন কিছু আর সেখানে বিদ্যমান নেই। যা রয়েছে তাও পুড়ে যাওয়া এবং ভেঙে যাওয়া আসবাবপত্রের কিছু অংশ।

বাড়িটিকে এক নজর দেখার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে জণসাধারন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোলাতে এসে প্রিয় কুটির নামের এই বাড়িতে বসবাস করতেন তোফায়েল আহমেদ। বাড়িটিতে বসেই দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখানে আর কেউ আসেননি। তখন থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।

ইএইচ