জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

আমাদের উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০২:৫২ পিএম
আমাদের উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখা

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, ‘আমাদের সবার উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখা। শিক্ষক এবং ম্যানেজিং কমিটির প্রচেষ্টা থাকতে হবে কোন প্রতিষ্ঠানকে কেউ যেন রাজনৈতিক মেরুকরণের সজ্ঞায় না ফেলতে পারে। লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতে হবে। যেন এরা সমাজের প্রতি প্রতিশ্রুতিশীল হয়। শুধু ভালো ফলাফল দিয়ে আমরা ভালো নাগরিক প্রত্যাশা করতে পারি না।’

বৃহস্পতিবার আদর্শ একাডেমি ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষকদের শাসনকে ভুলভাবে উপস্থাপন করা যাবে না। কো-কারিকুলার অ্যাকটিভিটিসগুলো ধরে রাখতে হবে। খেলাধুলার পরিবেশে উন্নত হলে সমাজে মাদক, ইভটিজার, কিশোর গ্যাং থাকতে পারেনা। সর্বস্তরের জনগণের সহযোগিতা ব্যতীত অপরাধ দমনের কাজগুলো আমরা সুচারুভাবে করতে পারি না।’

আদর্শ অ্যাকাডেমির প্রধান শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ আলম, জেলা জামায়াতের আমির ও চাঁদপুর আল-আমিন সোসাইটির নির্বাহী সদস্য বিল্লাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. ইউনুছ, সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, মজলিসে শূরা সদস্য শরীফ মো. আব্দুল কুদ্দুস মিয়া, পৌরসভা জামায়াতের আমির মো. মিজানুর রহমান, সেক্রেটারি ইমরান হোসাইন প্রমুখ।

ইএইচ