চলতি মৌসুমে আলুর ন্যায্যমূল্য আদায়ের দাবিতে ও অযৌক্তিকভাবে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র ও কৃষকরা।
সমাবেশ শেষে কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামীমা আক্তার জাহানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালাই উপজেলার বাসস্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাতুল আহেম্মদ।
ক্ষুব্ধ কৃষকেরা জানান, প্রতিকেজি আলু সংরক্ষণের হিমাগারগুলোক হঠাৎ করেই আট টাকা ভাড়া নির্ধারণ করে। ভাড়া বেড়ে যাওয়াই কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তাঁরা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। তিন দিনের মধ্যে এই দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন কৃষকেরা।
ইএইচ