কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৪-২৫ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমারখালী আদর্শ মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন।
এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. বিল্টু হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও লাভলী ইয়াসমিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, সাংবাদিক শরিফ হোসেন, কৃষক প্রতিনিধি মো. মুকুল হোসেন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইএইচ