নারায়ণগঞ্জে ডিসি, এসপির কার্যালয়ের সামনে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৪:৩৮ পিএম
নারায়ণগঞ্জে ডিসি, এসপির কার্যালয়ের সামনে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপার ও দায়রা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যুরাল পরে পুলিশ সুপার ও দায়রা জজ আদালতের সামনে থাকা ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

এ সময় শতশত ছাত্র জনতা, সাধারণ মানুষ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ম্যুরাল ভাঙার বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত খান বলেন, আওয়ামী লীগ সরকার স্বৈরশাসনের সরকার ছিল। এই সরকার থাকাকালীন সময়ে মানুষকে গুম হত্যা চালিয়েছে। এ হাসিনাকে এদেশের মানুষ আর চায় না। তাদের কবল ও পরাধীনতা থেকে মুক্তি পেতে গত ৫ আগস্ট মানুষ তাদের পতন করেছিল। মানুষ বুঝে গেছে বঙ্গবন্ধু মানে মানুষ হত্যা, বঙ্গবন্ধু মানে মায়ের বুক খালি করা। তাই এদেশের আপামর জনগণ, ছাত্রসমাজ বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিয়ে এদেশ থেকে তাদের চিহ্ন চিরতরে মুছে ফেলতে চায়।

ইএইচ