যশোর কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি এনামুল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিনি যশোরের চাঞ্চল্যকর মফিজ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম। এনামুল যশোর সদর উপজেলার চানপাড়া গ্রামের মফজেল বেড়ের ছেলে।
কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে জরুরি ভিত্তিতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসার জন্য তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা ১১টা ২০ মিনিটের সময় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে দাবি করা হয়।
বর্তমানে লাশ পরিবারের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইএইচ