চট্টগ্রাম বন্দর ইসলামি শ্রমিক সংঘের মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৭:০২ পিএম
চট্টগ্রাম বন্দর ইসলামি শ্রমিক সংঘের মানববন্ধন

চট্টগ্রাম বন্দরের বন্দর ভবন গেটের সম্মুখে বন্দর ইসলামি শ্রমিক সংঘের উদ্যোগে NCT ও CCT বেসরকারি করণের প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিভাগ থেকে শত শত শ্রমিক কর্মচারী যোগদান করেন।

মানববন্ধন অনুষ্ঠানে শ্রমিক সংঘের নেতৃবৃন্দ, যে কোন মূল্যে বেসরকারি করণের সকল উদ্যোগকে প্রতিহত করার জন্য বন্দর শ্রমিক কর্মচারীসহ দেশবাসীকে আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- চট্টগ্রাম বন্দর ইসলামি শ্রমিক সংঘের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, রেজাউল করিম সেলিম, আমিনুল ইসলাম রোমেল, রবিউল হাসান, মো. শাহ আলম প্রমুখ।

উল্লেখ্য, মানববন্ধনের একপর্যায়ে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ইসলামি শ্রমিক সংঘের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং বন্দর শ্রমিকদের দাবি দাওয়া আদায়ের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস দেন।

ইএইচ