গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে হামলা-মামলার শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক মন্তব্য করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদ্য মনোনীত আহ্বায়ক ইদ্রিস মিয়াকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার চট্টগ্রামের জামালখান প্রেসক্লাবের সামনে দক্ষিণ জেলা বিএনপির নির্যাতিত পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। বিএনপিকে অন্তরে ধারণ করেছি বলে বিধায় জেল-জুলুম খেটেছি। কিন্তু কয়েকদিন আগে যারা আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন তারা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দালালি করেছেন। সেই আওয়ামী লীগের দালালি করা লোকজন এখন পদ-পদবি নিয়ে বিএনপিকেই অপমানিত করছে।
বক্তারা বলেন, ১৭টি বছর আমরা মামলা হামলার শিকার হয়েও রাজপথে আন্দোলনে ছিলাম। সর্বশেষ ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি। রাজনৈতিক মামলায় আদালত প্রাঙ্গণে এখনও হাজিরা দিতে হয়। আর দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে ফ্যাসিবাদের দোসররা বলছে, আমরা নাকি নিজেদের দোষেই মামলা খেয়েছি।
তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। তাই আমরা মামলা হামলার শিকার হয়েছি। আর এখন যারা কমিটিতে এসেছেন, তারা আওয়ামী ফ্যাসিস্টের দালাল ছিলেন। যে কারণে হাসিনার সরকার তাদের কোন ক্ষতি করেনি।
মানববন্ধনে গাজী আবু তাহের, মো. আবদুল মাবুদ, ইব্রাহিম সওদাগর, ইয়াসিন আরফাত, এস এম নয়ন, চৌধুরী হারুন, আলম খান, ওবায়দুল হক রিকু, মাকসুদুল হক রিপন, ফয়সাল সিকদার সোহান, মহিউদ্দিন সাগর, আব্দুল্লাহ আল নোমান জিহাদ, এমরান, খোরশেদ, মিনহাজ উদ্দিন ইমনসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মামলা-হামলায় কারা নির্যাতিত নেতৃবৃন্দ বক্তব্য দেন।
ইএইচ