নারায়ণগঞ্জের চাষাড়ায় ওসমান পরিবারের ঐতিহ্যবাহী বাইতুল আমান ভবনটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনতার উপস্থিতিতে এ ভবনটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে, ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীরা ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় ছাত্র-জনতা ও বিএনপির নেতৃবৃন্দরা দোসর শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে ও স্লোগান দিতে থাকেন।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওসমান পরিবার এই জায়গাটি দখল করে বাড়ি নির্মাণ করে ভোগ করে আসছে। কয়েক দফায় বাড়িটি বেদখল করার চেষ্টা করলেও সকল চেষ্টা ব্যর্থ হয়। এদিকে রাস্তা সংস্কারের জন্য বাড়িটি কয়েকবার ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হলেও কর্তৃপক্ষ সফল হতে পারেনি। কিন্তু স্বৈরশাসনের শিকড় গুটিয়ে দেওয়ার জন্য সর্বস্তরের জনগণ ওসমান পরিবারের ঐতিহ্য এই বাইতুল আমান ভবনটি ভেঙে ফেলে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও ভবনটি ভেঙে ফেলার কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির সাথে সাথে পুলিশের আনাগোনাও দেখা যায়। তবে পুলিশের কোন ভূমিকা লক্ষ্য করা যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাসির বলেন, পুলিশ পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ