নিষিদ্ধ ছাত্রলীগ ও তার দোসরদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে ধামরাই ভালুম আতাউর রহমান খান কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে কালামপুর ভালুম আতাউর রহমান খান কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সূতিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ওয়াসিম আকরাম, ভালুম আতাউর রহমান খান কলেজ শাখা ছাত্রদলের জিসান, সায়েম, হাসিব, রোহান, মিলন, মোজাহিদ ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূতিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ওয়াসিম আকরাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী দোসরদের সন্ত্রাসী কর্মকাণ্ডের শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ধামরাইয়ে আওয়ামী সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ও জনতার ওপর হামলা চালিয়েছিল। তাই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবি করছি।
ইএইচ