লাকসামে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:০৫ পিএম
লাকসামে তারুণ্যের উৎসব উদযাপনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে লাকসামে উৎসবমুখর পরিবেশে মিনি ম্যারাথনের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে লাকসাম বাজার, থানা রোডসহ বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উৎসবমুখর আয়োজনে ৫ কিলোমিটার দূরত্বের এ ম্যারাথনে অংশ নেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ।

প্রতিযোগিতা চলাকালে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পুরো রাস্তাজুড়ে কাজ করেছেন প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক, মেডিক্যাল টিম ও থানা পুলিশসহ লাকসাম সিটি রানার গ্রুপের নেতৃবৃন্দ।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাতুন নাহার, উপজেলা কৃষি অফিসার মো. আল-আমিন, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা।

উপজেলা কৃষি অফিসার মো. আল-আমিন বলেন, সময়টা ৪৯০ খ্রিষ্টপূর্বাব্দ। আক্রমণ চালিয়ে পারস্যের দখল নেয় গ্রিস। এ জয়ের সংবাদ পৌঁছে দিতে সেই সময়কার গ্রিক ক্যাম্পের সেরা দৌড়বিদ ম্যারাথন থেকে টানা দৌড়ে এথেন্সে যান। ম্যারাথন থেকে এথেন্সের দূরত্ব ৪১ কিলোমিটার। এই একটানা দৌড় থেকেই আধুনিক ম্যারাথন প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে।

ইএইচ