শ্যামনগরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:৪৩ পিএম
শ্যামনগরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে  চালক নিহত

সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে হুমায়ুন কবির ওরফে হযরত আলী (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামনগর-কাশিমাড়ী সড়কের নকিপুরে সুন্দরবন নার্সিংহোম সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী শ্যামনগর পৌরসভার নকিপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরী আটি গ্রামের মৃত সুরমান গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, হযরত আলী বাজার নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক হতে দ্রুতগামী একটি ট্রাক নকিপুর বাজারের দিকে আসছিল। সুন্দরবন নার্সিং হোম সংলগ্ন মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের বাড়ির সামনের সড়কের বাঁকানো অংশে পৌঁছে দু‍‍`টি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটলে হযরত আলী রাস্তার পাশে ছিটকে পড়েন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ঘটনাস্থল বা পথেই আহত হয়রত আলীর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যা জানান, ঘাতক ট্রাক ও চালক আটক করা হয়েছে। তবে,  পরিবারের আপত্তি না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহতের প্রতিবেশী ও সাবেক ছাত্রদল নেতা নাজমুল হোসেন জানান, গ্রামের ভিতরে হওয়া সত্ত্বেও অনবরত বড় বড় যানবাহন উক্ত সড়কে চলাচল করছে। প্রায় প্রতিদিন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দিনকে দিন বাড়তে থাকলেও সড়কের গুরুত্বপূর্ণ ‍‍`টানিং‍‍`-এ কোন গতিরোধকের ব্যবস্থা করা হয়নি। বিকল্প সড়ক থাকা সত্ত্বেও উক্ত ব্যস্ততম সড়কে ভারী যান চলাচল আটকানোর উদ্যোগও নেওয়া হয় না বলে দাবি করেন তিনি।

বিআরইউ