দিনাজপুরে বিনামূল্যে ৪৪৬ জনের চোখের ছানি অপারেশন

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:৫০ পিএম
দিনাজপুরে বিনামূল্যে ৪৪৬ জনের চোখের ছানি অপারেশন

দিনাজপুর সদরে আপন ঘর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। মোট রোগী ৪৪৬ জনের মধ্যে সার্জারি করা হয়েছে ১০৭ জন, ছানি রোগীর অপারেশন করা হয়েছে ৯৬ জন এবং অন্যান্য সার্জারি করা ১১ জন।

বিনামূল্যে চোখের ছানি অপারেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি পুলিশের ওসি সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবেদ আলী সিনিয়র শিক্ষক কাম কাউন্সিলর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. রুহুল আমিন ম্যানেজার ইনচার্জ দিনাজপুর গাক চক্ষু হাসপাতাল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত মো. সেজানূর আলম (শাওন) ম্যানেজার এডমিন এন্ড ফাইনেন্স, আপন ঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল আলম, আনোয়ার হোসেন এডমিন এন্ড ফাইনান্স।

আরও উপস্থিত ছিলেন, আপন ঘর ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মো. কাউসার আহমেদ, মো. ফেরদৌস সালেহীন ও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মো. রাশেদ হোসেন রিংকু, সবুজ, লাবু, মো. সোহেল মিয়া, ইকবাল আহমেদ, জয় হাসদা, মোকলেসুর রহমান, ইয়াসিন, বেলাল, আরাফত, খোকা ও সোহেল রানা প্রমুখ।

ইএইচ