আড়াইহাজারে সেচ মোটরে জড়িয়ে শিশুর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৬:৫৬ পিএম
আড়াইহাজারে সেচ মোটরে জড়িয়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার সকলের অজান্তে চলন্ত সেচ মোটরের সাথে জড়িয়ে হোসাইন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মেঘনা নদী বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় শুক্রবার বিকালে। নিহত সুমন ওই এলাকার রাজু মিয়ার পুত্র।

জানা গেছে, ওই এলাকার মোস্তফার ছেলে কামাল তার সেচ মেশিন চালু রেখে বোরো প্রকল্পের জমিতে পানি সেচ দেয়ার জন্য যায়। এ সময় শিশু হোসাইন সকলের অজান্তে সেচ মোটরের সাথে জড়িয়ে মারা যায়। পরে এলাকাবাসি দেখতে পায় যে, হোসাইন মৃত অবস্থায় চলন্ত সেচ মোটর ও পাম্পের সাথে ঘুরছে। তারা হোসাইনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং পুলিশ ও গণমাধ্যমকে জানায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, মর্মান্তিক এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইএইচ