নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান মালিক দলের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নোয়াখালীর মাইজদী শহরে এই সভার আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় ও হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান মালিক দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আল আমিন সবুজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুন উর রশীদ।
অনুষ্ঠানে বক্তারা দীর্ঘদিন যাবত সমাজের বঞ্চিত পেশাজীবী শ্রেণির মানুষদের অধিকার নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান মালিক দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরএস