গাইবান্ধার সাদুল্লাপুরে আশ শিফা মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ৯ ঘটিকায় আশ শিফা মডেল মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দুজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান,বর্ষসেরা অভিভাবক ,বর্ষ সেরা শিক্ষক, বর্ষ সেরা শিক্ষার্থী, ৩ জনকে পঞ্চম শ্রেণির সমাপনী বৃত্তি প্রদান সহ আরো ২৪ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আশ শিফা মডেল মাদরাসার সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ব্যাংকার মো.এরশাদুল হক ইমন, অত্র মাদরাসার পরিচালক ও প্রিন্সিপাল মুফতি মাওলানা শফিউজ্জান সুমন,প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশ শিফা মডেল মাদরাসার আরবি শিক্ষক মো. আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে বর্ষসেরা শিক্ষার্থীর হাতে একটি বাইসাইকেল ও অন্যান্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট সহ পুরস্কার বিতরণ করেন আশ শিফা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
আরএস