বরিশালে নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালীকরণের লক্ষ্যে সভা

বরিশাল ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০২:২৩ পিএম
বরিশালে নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালীকরণের লক্ষ্যে সভা

বরিশালে নগরব্যাপী সিডব্লিউআইএস প্রক্রিয়া সম্প্রসারণ করার লক্ষ্যে আজ সকালে  বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে আভাস প্রশিক্ষণ কক্ষে মহানগরীর মহিলা ফোরাম দল গঠনের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশন’র আর্থিক সহায়তায়, ফ্রেসওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ফানসা) ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় “রাইজিং ফর রাইটস্ ফর ষ্ট্রেনদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক ইন সাউথ এশিয়া টু এচিভ এসডিজি” প্রকল্পের আওতায় এসভা অনুষ্ঠিত হয়। টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি-৬) বাস্তবায়নে সরকার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহকে সহযোগিতা ও নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালীকরণের লক্ষ্যে সভাটি আয়োজিত হয়।

আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কপোর্রেশনের সিনিয়র মেডিকেল অফিসার ফেরদেীস আহমেদ। এনজিও সংস্থার জাহানারা বেগম স্বপ্না, রাইহানা জাহান, ফরিদা ইয়াসমিন, পলি আক্তার।

সভায় সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ দাস ও প্রজেক্ট অফিসার কান্তা দে।

বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ১০টি ওয়ার্ডের ৩০ জন কমিউনিটি নারী লিডার, গণমাধ্যমকর্মী, ইয়োথ সেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধি সহ ফানসা বাংলাদেশ নেটওয়ার্কের বরিশাল জেলার সদস্য সংস্থা সিডিএস, সেইন্ট বাংলাদেশ, এইড, সান এইড, এর প্রতিনিধি অংশগ্রহণ করে।

আরএস