প্রেসক্লাব দুমকির উদ্যোগে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৪:০১ পিএম
প্রেসক্লাব দুমকির উদ্যোগে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়া বাংলাভিশন প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদে প্রেসক্লাব দুমকির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় দুমকি নতুন বাজার এলাকায় আল মামুন সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কুয়াকাটা ও কলাপাড়া বাংলাভিশন প্রতিনিধি মো. জহিরুর ইসলাম মিরনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ মৃধা, দুমকি উপজেলা যুবদলের সভাপতি জসীম উদ্দিন প্রমুখ।

প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামাল হোসেন (দৈনিক আমার দেশ) সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. মাসুদ হাসান সরদার, মো. শহিদুল ইসলাম মৃধা (দৈনিক জনকণ্ঠ), মো. আমির হোসেন (দৈনিক জবাবদিহি), মো. মিজানুর রহমান (আনন্দ টিভি), মো. আতিকুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ), মো. সুমন মৃধা (দৈনিক স্বদেশ প্রতিদিন), মো. আনিসুর রহমান মিন্টু (দৈনিক যায়যায়দিন)।

ইএইচ