সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় কে দিরাই থানা পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় দিরাই পৌরসভার বাজার এলাকা থেকে পুলিশ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রঞ্জন কুমার রায় দীর্ঘ দুই দশকের উপরে দিরাই উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এবং বিগত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে নিজ দলীয় প্রার্থীর কাছে পরাজিত হন তিনি ।
জানা যায়, তার বিরুদ্ধে ৪ আগস্টের সুনামগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে গ্রেফতার ঠেকাতে আড়ালে ছিলেন তিনি কিন্তু গত কয়দিন ধরে দিরাই বাজারে ঘুরাফেরা এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে।
দিরাই থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় কে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিআরইউ