ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৫:২৩ পিএম
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

পাবনার ভাঙ্গুড়ায় নীলসাগর ট্রেনের ধাক্কায় কিরণ শেখ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের পৌরশহরের বড়ালব্রিজ রেলস্টেশনের পশ্চিম পাশের বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক পাবনা পৌরসভার ১০নং ওয়ার্ডের রাধানগর মক্তব মোড়ের মৃত সাজেন শেখের ছেলে। সে বেশ কিছুদিন ধরে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া হাড়োপাড়া এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। পেশায় তিনি সুইপারের কাজ করতেন।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মো. দুলাল উদ্দিন বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইএইচ