নীলফামারীর উত্তরা বীজ হিমাগার লিমিটেডের আলু সংরক্ষণ উপলক্ষ্যে কৃষক ও এজেন্ট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি)দুপুরে নটখানা বাইপাস সড়কে অবস্থিত হিমাগারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হিমাগারের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো. হারুন, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, টুপামারী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইয়েদুর রহমান মজনু চৌধুরী, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মো. আবু হানিফা শাহ প্রমুখ।
হিমাগার সূত্রে জানা গেছে, ১৪ হাজার মেট্রিক টন আলু বীজ ধারণ সম্পূর্ণ হিমাগারটিতে জেলার ছয় উপজেলার কৃষকরা স্বল্প মূল্যে আলু বীজ রাখতে পারবে। হিমাগারে আলু সংরক্ষণ কার্যক্রম শুরু উপলক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিআরইউ