জামালপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উলক্ষে শনিবার বিকালে শহরের ফৌজদারি মোড় এলাকায় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সভায় এবি পার্টি জামালপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, এবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া, জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক উসমান গণি, জামালপুর এবি যুব পার্টির আহ্বায়ক শিহাব ইসলাম, সদস্য সচিব আবু সালেহ টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক যোবায়ের হোসেন, যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক শামীম আহমেদ।
এর আগে, জনসভা উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করা হয়।
ইএইচ