কালিয়াকৈরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মী সমাবেশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৭:৪৪ পিএম
কালিয়াকৈরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মী সমাবেশ

বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকfলে উপজেলার সূত্রাপুর বিজয় সরণি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিকমত আলী, সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরিফুর রহমান।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- কেন্দ্রীয় বিএনপির কৃষক দলের সহ-সভাপতি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন।

সমাবেশে সূত্রাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ইএইচ