কিশোরগঞ্জে ইসলামি আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি পদে পুনরায় হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার ও সম্পাদক পদে নোমান আহমেদ নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে এক সভায় ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৫-২৬ সেশনের এ নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কে এম আনিসুজ্জামান খাঁন, সহ-সভাপতি মাওলানা এবিএম ইমদাদুল্লাহ, সহ-সভাপতি মুহাম্মাদ রুকন উদ্দিন ও সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ নির্বাচিত হয়েছেন।
ইএইচ