আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী বলেছেন, বিগত ১৭ বছর আমরা অসুস্থ ছিলাম। কোরআনের আওয়াজ তুলতে দেয়া হয়নি। মাহফিলের মাঝে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাফসীর বন্ধ করে দিত। এসে বলতো উপরের নির্দেশ। আল্লাহতো কখনো তাফসির মাহফিল বন্ধ করতে উপর থেকে নির্দেশ দেয়নি। উপরে কারা ছিল সবাই জানে। যারা তাফসিল মাহফিল নিষিদ্ধ করেছে এখন তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ১৭ বছর যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদের একজনকেও ছাড় দেয়া হবে না।
গতকাল ফেনী সদর উপজেলা ধর্মপুর ইউনিয়নে মটুয়া ইসলামিয়া দাখিল মাদরাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন তাহের জাবেরী বলেন, ২০২৪ এর ৩৬ জুলাই একদল যুবক আল্লাহর উপর ভরসা করে জালিমের সামনে দাঁড়ায়। যাদের অস্ত্র ছিল আল্লাহু আকবার ও ঈমানের শক্তি। আল্লাহ তাদের রক্তের বিনিময়ে বিজয় দিয়েছেন। আমরা দ্বিতীয়বার মুক্ত হয়েছি।
তিনি আরও বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন আমরা মুসলমান, তাফসির মাহফিলের জন্য অনুমতি কীসের। তফসির মাহফিল চলবে। জালিম যখন পালিয়ে গেছে এখন ঈমানের বীজ রোপণ করতে হবে। ইসলামি ফাউন্ডেশনের শীর্ষ এই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন,যারা সম্পদ চুরি করেছে তাঁদের বিচার আবশ্যক। ঐতিহাসিক ডাকাত সালমান এফ রহমান দরবেশের বেশে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ডাকাতি করেছে। দূর থেকে মনে হয় আল্লাহর ওলি কাছে গেলে মনে হয় শয়তানের অলি।
ইসলামী শিক্ষাবিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফকিহ মুফতি মাওলানা আব্দুল হান্নান, চট্টগ্রামের সাগরিকা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক, ছাগলনাইয়া জিনারহাট ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাকারিয়া, ছাগলনাইয়া পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার ছাগলনাইয়া অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খন্দকার, মাহফিলের সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা আব্দুল মতিন।
বিশেষ অতিথির বক্তব্যে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান বলেন, এমন কাজ করবো না, যাতে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়। দুর্নীতির সাথে ইসলামপন্থিদের সম্পর্ক নাই। আমাদের কুরআনের সমাজ কায়েম করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।আগামীর বাংলাদেশ হবে কুরআন ও ইসলামের বাংলাদেশ। খুন, গুমের সাথে আলেমরা জড়িত নেই। আলেমরা ধর্ম ব্যবসায়ী হয় না। ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোট আসলে তসবিহ হাতে নেয়।
তিনি আরও বলেন, চব্বিশের শহিদদের রক্ত আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাঁদের জন্যই আজ আমরা কুরআনের মজলিসে বসতে পেরেছি। এখনো দেশ এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। শহিদের রক্তের জমিনে ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না।
ইএইচ