গাজীপুরে শুরু যৌথ বাহিনী অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১২:৫৮ এএম
গাজীপুরে শুরু যৌথ বাহিনী অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনার পর ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

শনিবার রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে। শনিবার থেকে গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হয়েছে।

শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইএইচ