রাণীশংকৈলে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০২:৫১ পিএম
রাণীশংকৈলে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ‘ডেভিল হান্ট অপারেশনে’ দুজনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাণীশংকৈল উপজেলা শাখার নেতা পৌর শহরের বন্দর চৌরাস্তা এলাকার বিষ্ণু বসাকের ছেলে স্বাধীন বসাক (৩০) ও যুবলীগ নেতা দোশিয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৫০)।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, বিস্ফোরক দ্রব্য আইনে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ