মেলা উপলক্ষ্যে বাবার বাড়িতে এসে লাঞ্চনার শিকার গৃহবধূ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৩:০০ পিএম
মেলা উপলক্ষ্যে বাবার বাড়িতে এসে লাঞ্চনার শিকার গৃহবধূ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাতে ঘরের বাইরে গিয়ে হামলার শিকার হয়েছে তাছলিমা নামের এক গৃহবধূ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভলাকূট ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ তাছলিমার ভাই মো. আলমাস মিয়া শুক্রবার নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, প্রতিবছর মাঘ মাস উপলক্ষ্যে মেলা হয় ভলাকূট ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে। সে মেলাকে কেন্দ্র করে স্থানীয়দের বাড়িতে সমাগম ঘটে আত্মীয় স্বজনদের। এ মেলাকে উপলক্ষ্য করে বাবার বাড়িতে বেড়াতে আসেন তাছলিমা ও তার পরিবার। ঘটনার দিন গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে যায় তাছলিমা। প্রকৃতির কাজ সেড়ে ঘরে প্রবেশ করতেই দরজায় শব্দ করে। দরজা খুলতেই হোসাইন নামে এক যুবক ঝাঁপিয়ে পড়ে তাছলিমার উপর। তাসলিমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে হোসাইন, মমিন ও ছানা উল্লাহরা দৌড়ে পালিয়ে যায়।

তাছমিলার ভাই আলমাস মিয়া বলেন, সুযোগ বুঝে হোসাইন ও কয়েকজন মিলে আমার বোনের উপর হামলা চালায়। আমার বোন আমাদের বাড়িতে বেড়াতে এসে এমন ঘটনার শিকার হয়েছে। কীভাবে সে শ্বশুর বাড়িতে মুখ দেখাবে? আমরা এর কঠিন বিচার চাই।

ভুক্তভোগী তাছলিমা বলেন, রাতের বেলায় আমার উপর হামলা চালিয়ে আমার সর্বনাশ করার চেষ্টা করেছে হোসাইন। তার সাথে আরো কয়েকজন ছিল। তাকে আমি  আমার ছোট ভাইয়ের মত দেখি কিন্তু সে আমার সাথে  এমন ঘটনা ঘটাবে কল্পনাও করতে পারছি না। আমি এর বিচার চাই।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয় তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ