ভূঞাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১১

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৪:২৯ পিএম
ভূঞাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১১

টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। শনিবার রাতে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলা কুঠিবয়ড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মামুন (৪৫), কাগমারীপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক (৩৮), নূরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া (২৫), ঘাটান্দী গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে খন্দকার রুবেল (৩৫), হাবিবুরের ছেলে মঞ্জুরুল (৪৩), বরকপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে শিপন (২৪), কুকাদাইর গ্রামের মৃত সোলাইমানের ছেলে আল আমিন (৪২), গোবিন্দাসী গ্রামের মৃত কানচুর ছেলে লতিফ (৪৫), ডিগ্রি চর গ্রামের মৃত আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), গোপালপুর উপজেলার জয়নগর আবুল মেম্বারের ছেলে গোলাপ (৪৫) এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, গত শনিবার রাতে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে একটি জুয়ার আসর বসেছে। 

এমন গোপন সংবাদ ভিত্তিতে  অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিআরইউ