ড. এনাম

দেশকে এগিয়ে নিতে সবার ঐকমত্য প্রয়োজন

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৫:০৮ পিএম
দেশকে এগিয়ে নিতে সবার ঐকমত্য প্রয়োজন

আওয়ামী লীগ আমলে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধুমাত্র উন্নয়ন বাজেটে ৭ হাজার লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. এ কে এনামুল হক।

শনিবার সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের উদ্যোগে সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, ২০১০ থেকে ২০২৩-২৪ সেশনে উন্নয়ন বাজেটে খরচ হয়েছে ১৭ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই টাকা কোথাও না কোথাও তো গেছে। এই টাকা শুধু রাজনীতিবিদের কাছেই যায়নি, সরকারি আমলাদের ভাগ আরও বেশি।

তিনি বলেন, আগে মানুষ টেবিলের নীচ নিয়ে ঘুষ নিতো। কিন্তু, গত ১৫ বছরে ঘুষের জন্য টেবিল সরিয়ে ফেলা হয়েছে।

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী।

নাগরিক সংলাপে অংশ নেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমদ ভুঁইয়া, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির, বৈষম্যবিরোধী শিক্ষক জোটের সমন্বয়ক অধ্যাপক ফরিদ আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ মোস্তাক আহমদের ভাই সোহেল আহমদ, উইমেন ফর ইউমেন রাইটসের সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট প্রেস বিটারিয়ান চার্চের ইন্সটিটিউটের ডিকন নিঝুম সাংমা, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ মো. নজরুল ইসলাম প্রমুখ।

ইএইচ