হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধি ও কৃষক বাঁচানোর দাবিতে জয়পুরহাটে জেলা কৃষক দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে জয়পুরহাটের ১৯টি হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ`র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিনসহ প্রমুখ।
বক্তারা বলেন, এমনিতেই তারা লোকসানের মুখে পড়েছে। তার ওপর হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
ইএইচ