মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ নবীনচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন করতে সদস্য পদে ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সে হিসেবে চারজন অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মনোনয়নপত্র দাখিল করা ৭ প্রার্থী হলেন- অলিউর রহমান, নজরুল ইসলাম (ডেল), আজিজুর রহমান, আবুল হাসান তাপাদার, মুতিউর রহমান (বেলুন), আব্দুল লতিফ, ফয়ছল ইবনে মুমিত।
শেষদিনে অভিভাবক সদস্য প্রার্থী নজরুল ইসলাম (ডেল), আব্দুল লতিফ আজিজুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন- অলিউর রহমান মালন, আবুল হাসান তাপাদার, ফয়ছল ইবনে মুমিত ও মুতিউর রহমান।
এ ব্যাপারে প্রিসাইডিং অফিসার ও বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম সদস্য পদে তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় অন্য ৪ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
ইএইচ