মেষ্টায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৬:১৩ পিএম
মেষ্টায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে মেষ্টায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জুলাই শহিদদের স্মৃতিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে হাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

হাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সাজেদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, মেষ্টা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক বাবু, মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ ছানা, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, মেষ্টা ইউপি প্রশাসনিক কর্মকর্তা বজলুল করিম।

মেষ্টা ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুইজ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।

ইএইচ