সারাদেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়িতে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন শুরু হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টায় বিএনপির দলীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।
বাঘাইছড়ি পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ির পৌর বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন বাবু।
এছাড়াও আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পৌর ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ