বরিশালে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ২

বরিশাল ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০২:৩৬ পিএম
বরিশালে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ২

বরিশালে অপারেশন ডেভিল হান্টে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালিয়েছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর মরকখোলার পুল এলাকায় কাউনিয়া থানা পুলিশের সদস্যরা বিভিন্ন প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত জানান, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে বরিশালেও নাশকতা প্রতিহত করতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কার্যক্রম সফল করতে জনগণের সহায়তা কামনা করেন তিনি।

এদিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে কোতোয়ালি থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইএইচ