পলাশবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০২:৪১ পিএম
পলাশবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

গাইবান্ধার পলাশবাড়ীতে সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা, বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত, ক্রীড়াবিদ, স্কাউট সদস্যদের কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।

এরপর প্রতিযোগীদের শপথগ্রহণ এবং মশাল দৌড় অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বারি সরকারের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লাইছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ কবির, ফারুকুল ইসলাম, ফেরদৌস বারী, মিনারা বেগম, হাফিজুর রহমান ও ফেরদৌসি আক্তার প্রমুখ।

ইএইচ