নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৩:২৯ পিএম
নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. ইসলাম শেখ (২১) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

গ্রেপ্তার মো. ইসলাম শেখ (২১) লোহাগড়া থানাধীন নাওরা গ্রামের মো. আলম শেখের ছেলে।

রোববার বিকাল পাঁচটার দিকে লোহাগড়া পৌরসভাধীন লক্ষীপাশা মোল্যার মাঠের সামনে থেকে বিশ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান ইয়াবাসহ আসামি মো. ইসলামকে (২১) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ