কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ র‍্যালি

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:৩১ পিএম
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ র‍্যালি

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় আনন্দ র‍্যালি করেছে নেতাকর্মীরা।

সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. ইকরাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, সদস্য সচিব ফয়সাল প্রিন্সের নেতৃত্বে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান আখড়া বাজার, গৌরাঙ্গ বাজার, কালীবাড়ি মোড় হয়ে পুনরায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় তাদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে পুরো শহর।

এর আগে দুপুর ১২টার দিকে গুরুদয়াল সরকারি কলেজ, ওয়ালী নেওয়াজ খান কলেজ, হয়বতনগর এ.এইউ কামিল মাদরাসা, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসাসহ জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্ররা মিছিলে মিছিলে কলেজ মাঠে এসে জড়ো হয়।

এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত আহ্বায়ক মো. ইকরাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, মুখ্য সংগঠক সাব্বিরুল হক তন্ময়সহ আরও অনেকেই।

ইএইচ