অপারেশন "ডেভিল হান্ট" ভোলায় কোস্টগার্ডের অভিযানে আটক ১৪

ভোলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৫:৫৫ পিএম
অপারেশন

সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই প্রেক্ষিতে ভোলায় অভিযান চালিয়ে  ১৪ জন আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা মোঃসিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন "ডেভিল হান্ট" পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৯ ফেব্রুয়ারি রবিবার রাত ১১ টা হতে আজ ১০ ফেব্রুয়ারি   সোমবার সকাল ৭ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলার সদর উপজেলায় বিশেষ চালিয়ে উক্ত  এলাকা থেকে সর্বমোট ১৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মী মো. রফিকুল ইসলাম (৪১), মো. সুজন মাতব্বর (৩২), ফেরদৌস আহমেদ (৪৫), রুহুল আমীন মোল্লা (৫০), ইসমাইল মোল্লা (৩০), টি এম সিরাজুল আলম (৪৮), আব্বাস ক্বারী (২৯), মো. ফরিদ দালাল (৫০), জামাল উদ্দিন (৫৫), মো. সামসুদ্দিন পালোয়ান (৫০), মো. ফরিদ শনি (৫২), মো. মফিজুল ইসলাম, (৭৫) মো. মানিক মেম্বার (৫৫), আব্দুর রউফ (৬৭) কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

আরএস