কালীগঞ্জে তরুণ তরুণীদের নিয়ে উদ্যোক্তা তৈরি বিষয়ক উন্মুক্ত আলোচনা

মো. সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৫:৫৭ পিএম
কালীগঞ্জে তরুণ তরুণীদের নিয়ে উদ্যোক্তা তৈরি বিষয়ক উন্মুক্ত আলোচনা

"তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে পল্লী সমাজসেবা কার্যক্রম এবং পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের উপকারভোগী তরুণ তরুণীদের নিয়ে উদ্যোক্তা তৈরি বিষয়ক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ্ নেওয়াজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলার ছাত্র সমন্বয়ক আইমান সাদিক রুপক ও আলমগীর হোসেন।

আলোচনা সভায় বক্তারা তারুণ্যের উদ্যম, সমাজ গঠনে তরুণদের ভূমিকা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তরুণদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সচেতন হতে উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। উৎসবের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করা

আরএস