কালুখালীর রতনদিয়া ইউনিয়ন যুব দলের সমাবেশ অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম, কালুখালী (রাজবাড়ী) প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৭:৪৮ পিএম
কালুখালীর রতনদিয়া ইউনিয়ন যুব দলের সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১০ ফেব্রুয়ারি)  বিকাল ৪ টায় উপজেলার  মাধবপুর বাজারে রতনদিয়া ইউনিয়ন যুব দলের সভাপতি মো. হানিফ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব দলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল। 
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান। বিশেষ বক্তা উপজেলা যুবদলের সদস্যসচিব ডা. মো. জাকির হোসেন। 

রতনদিয়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মো. হাসেম আলী মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মো. আজমির হোসেন খাঁন,  জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, মো. সোহেল মন্ডল, মো. কাওসার আহম্মেদ, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম,  রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট,  জেলা যুব দলের সদস্য সচিব মামুনুল হক রনি, রাজবাড়ি পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গিটার। উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম রকি, কালিকাপুর ইউপি যুবদলের সভাপতি গোলাম আজম, বোয়ালিয়া ইউপি যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর সরদার, মদাপুর ইউপি যুবদলের সভাপতি মোস্তফা ফকির প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনায় বক্তারা  আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর সুস্থতা কামনা করেন এবং দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ্য থেকে কাজ করার আহ্বান জানান।

আরএস