খাগড়াছড়ির দীঘিনালায় দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে তৃতীয় বারে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ উপজেলার মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকার মেসার্স ফোর বিএম ব্রিক ফিল্ড ও মেসার্স কে বিএম ব্রিক ফিল্ডের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় প্রতি ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ বলেন,‘আদালতের রায় অমান্য করায় উপজেলার ২ (দুই) টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় প্রতি ইট ভাটাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ বিষয়ে জরিমানা আদায় হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা পঙ্কজ কুমার বড়ুয়া, বনবিভাগের (মেরুং) সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ্ ও দীঘিনালা থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম , সাংবাদিক মো. সোহেল রানা।
আরএস