জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণের চূড়ান্ত ঘোষণা না আসলেও ৪৯,নওগাঁ-৪ মান্দা আসনের এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছেন জামায়াতে ইসলামী।
সোমবার বিকেলে মান্দা উপজেলায় নওগাঁ জেলা জামায়াতের আমির ও মান্দা উপজেলা জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার মুহাম্মদ আঃ রাকিব আমার সংবাদ প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার মুহাম্মদ আঃ রাকিব আরো জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই মর্মে ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত নওগাঁ-৪ মান্দা আসনে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে আমার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
আরএস