কালিয়াকৈরে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০২:০৯ পিএম
কালিয়াকৈরে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

গাজীপুরের নতুন আংশিক কমিটিতে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব ঘোষণার পর কালিয়াকৈরে বিএনপির নেতাকর্মীরা এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুরুত্বপূর্ণ পয়েন্টে সমবেত হয়।

এই সময় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল মণ্ডল,ও সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকসি ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ানসহ বিএনপি‍‍`র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

বিআরইউ