জয়পুরহাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৬:১৪ পিএম
জয়পুরহাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষ্যে- জয়পুরহাটে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জেলা পর্যায়ের ৪ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক  আফরোজা আকতার চৌধুরী।

ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) সবুর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম ও পাঁচটি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)সহ অন্যান্য সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬জানুয়ারি বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে অ্যাথলেটিক্স, সাইক্লিং, ভলিবল, হকি, টেবিল টেনিস, ক্রিকেট, বাস্কেটবল, ব্যাডমিন্টন ইত্যাদি সহ মোট ৬৫টি ইভেন্টে ছাত্র ও ছাত্রীদের পৃথক গ্রুপের- জেলা পর্যায়ের এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল।

বিআরইউ