মঙ্গলবার বিকেলে নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুর চরের বস্তিতে এই অভিযান চালানো হয়।
এসময় বেশ কয়েকটি ঘরে তল্লাশি চালানো হয়। তবে তাৎক্ষণিক কিছু পাওয়া যায়নি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইমদাদুল হক জানান, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো নাশকতা এড়াতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত গত দুই দিনে ৫ জন গ্রেফতার করা হয়েছে। আগামীতেও অভিযান চলবে।
এদিকে যৌথবাহিনীর অংশ পুলিশের স্থায়ী টহলচৌকি নগরীর শ্মশান ঘাটের পুলের চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেন, তারা সন্দেহ হলেই তল্লাশি চালাচ্ছেন, যাতে করে কোন অপরাধী পাড় পেয়ে না যায়। তাদের এই অভিযানে সাধারণ মানুষ সহায়তা করছে।
অন্যদিকে বরিশাল জেলায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন ও বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
গ্রেফতার সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তার মধ্যে বরিশালে জেলা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে বরিশাল নগরী থেকে পাঁচজনকে গ্রেফতারের তথ্য জানিয়েছেন ওসি মিজানুর।
আরএস